লালুর আরজেডি-তে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন ভরত বিন্দ

পাটনা, ১ মার্চ (হি.স.) : ভাঙন ধরল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এ। শুক্রবার আরজেডি-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন বিহারের ভাবুয়া বিধানসভা আসনের বিধায়ক ভরত বিন্দ। পাটনায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন ভরত বিন্দ।

বিজেপিতে যোগ দেওয়ার পর ভরত বলেছেন, “আমি যোগ দিতে চেয়েছিলাম এবং তাই আমি করেছি… সবাই নিজের দল ঠিকমতো চালাচ্ছে। আমার নীতিতে বিশ্বাস আছে, তাই আমি এসেছি।” এ বিষয়ে আরজেডি-র কোনও নেতার প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।