ধানবাদ, ১ মার্চ (হি.স.): ভারত দ্রুত ইউরিয়াতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করতে হবে আমাদের। এখন ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে একটি।” প্রধানমন্ত্রী মোদী শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এক অনুষ্ঠান থেকে রাজ্যের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও শিলান্যাস করেছেন।
এই অনুষ্ঠানে বক্তৃতা রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা এইমাত্র দেখেছি, ২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি ডেটা অনুসারে, ভারতীয় অর্থনীতি ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে (অক্টোবর-ডিসেম্বর সময়কালে)। এতেই বোঝা যায় ভারতের সামর্থ্য কত গতিতে বাড়ছে! ‘বিকশিত ভারত’ গড়ার জন্য আমাদের ‘বিকশিত ঝাড়খণ্ড’ তৈরি করতে হবে।” মোদী বলেছেন, “ঝাড়খণ্ড আজ ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উপহার পেয়েছে। আমি আমার কৃষক ভাইদের, আদিবাসী সমাজের মানুষ এবং ঝাড়খণ্ডের মানুষকে এই প্রকল্পগুলির জন্য অভিনন্দন জানাই।”

