গোপন অভিযানে অবৈধ স’মিল সহ  জেনারেটর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১ মার্চ: শুক্রবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চড়িলাম বন দপ্তরের প্রোটেকশন রেঞ্জ অফিসারের নেতৃত্বে বনকর্মীরা বিশালগড় মহকুমাধীন চাম্পামুড়া এলাকার একটি রাবার বাগানে অভিযান চালিয়ে অবৈধ স’মিল সহ একটি জেনারেটর উদ্ধার করেছে।

যদিও বন দপ্তরের এই অভিযান টের পেয়ে বনদস্যুরা বন কর্মীদের উপর হামলার চেষ্টা করেছিলো। কিন্তু বনকর্মীদের সাড়াশি অভিযানের জেরে বনদস্যুরা আর প্রতিরোধ গড়ার সাহস করেনি।

চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসের প্রোটেকশন রেঞ্জ অফিসার জানিয়েছেন, উদ্ধারকৃত অবৈধ সমিল ও জেনারেটরের কালোবাজারি মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান বন দপ্তরের তরফে জারি থাকবে বলেও জানান তিনি।