এসডিও বদলি রুখতে এলাকাবাসীর অবরোধ

আগরতলা, ১ মার্চ : ডিআরডাব্লিউ দপ্তরের এসডিও বদলি নির্দেশের প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে ধর্মনগর নয়াপাড়া স্থিত ডিআরডাব্লিউ দপ্তর ঘেরাও করল স্থানীয় জনগণ। তাঁদের দাবি, বর্তমানে ধর্মনগর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসডিও সোহেল আহমেদকে বদলি করা চলবে না।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট দপ্তরের এসডিপিও-র দায়িত্বে থাকা সুবোধ ধর  প্রয়াত হলে প্রায় একমাস পূর্বে, সোহেল আহমদকে এসডিও-র দায়িত্ব নিয়ে ধর্মনগর ডিআরডাব্লিউ দপ্তরে আসেন। তিনি দায়িত্ব পেয়ে বিগত এক মাসের তাঁর কার্যকালে ধর্মনগরের কালাছড়া ,কাঠালটিলা ,মালাকার পাড়া, অসিত স্মরণী সহ বিস্তীর্ণ এলাকার বহু বছর  পুরনো পানীয় জলের সমস্যা সমাধান করেছেন। তাঁর তড়িৎ গতির কাজে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ধর্মনগর। এরই মধ্যে আচমকা উনার কে বদলি নির্দেশ দেওয়া হয় অন্যত্র। এই খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগরের বিভিন্ন অংশের জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সেই ক্ষোভের নিরিখেই আজ সকালে ধর্মনগর পুরো এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর সহ শতাধিক জনগণ নয়াপাড়া স্থিত ডিআরডাব্লই দপ্তরটি ঘেরাও করে রাখে  দীর্ঘক্ষণ। দপ্তরের গেটের সামনেই চলে ধর্ণা। 

উপস্থিত বিক্ষোদ্ধ জনগণের অভিযোগ রাজধানীর পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পালের চক্রান্তে ধর্মনগরের উন্নয়নকে স্তব্ধ করে দিতেই সোহেল আহমেদকে ধর্মনগর থেকে অন্যত্র বদলির নির্দেশ দেয়া হয়েছে। যা ধর্মনগর বাসী মেনে নেবে না বলে জানান  উপস্থিত জনগণ। দীর্ঘ প্রায় দু’ঘণ্টা যাবৎ চলতে থাকলে ধর্ণা। অবশেষে ঘটনাস্থলে আসেন ধর্মনগর থানার পুলিশ।

 বিক্ষুব্ধ জনতা তাদের দাবি, পুলিশের সামনে তুলে ধরলে পুলিশ প্রশাসন বিষয়টি অনুধাবন করত পেরে ঘটনাস্থল ত্যাগ করেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন অবিলম্বে দপ্তর সোহেল আহমেদের বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ না দিল তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।