ভুবনেশ্বর, ১ মার্চ (হি.স.) : ভারত বিশ্বে নারীর ক্ষমতায়নের আদর্শ হয়ে উঠেছে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, দেশের নারীরা প্রমাণ করেছেন, সুযোগ পেলে সব ক্ষেত্রেই তাঁরা পুরুষদের ছাড়িয়ে যেতে পারেন। রাষ্ট্রপতি শুক্রবার ওডিশার গঞ্জাম জেলার ভঞ্জ বিহারে বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের ২৫-তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে রাষ্ট্রপতি বলেছেন, “ভারত নিজস্ব সশস্ত্র বাহিনীর স্থায়ী কমিশনে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্ত করেছে যা একসময় পুরুষদের একচেটিয়া ছিল।” তিনি বলেন, “ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং ২০৪৭ সালের মধ্যে মহিলাদের সক্রিয় অংশগ্রহণে একটি উন্নত দেশ হবে।”