কৈলাসহর, ২৯ ফেব্রুয়ারি: বিবেকানন্দ বিচার মঞ্চ ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালবেলা ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসকের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ১০ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করে।
সেই দশ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল এক দেশ এক বেতন কাঠামো ।প্রথা প্রচলন করতে হবে। সমস্ত দপ্তরের শূন্য পদ গুলি অতিসত্বর পূরণ করতে হবে। সহ আরও ইত্যাদি দাবিতে আজকের এই ডেপুটেশন দেওয়া হয়।
ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডারলং উনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন। পাশাপাশি উনি উক্ত বিষয়টি দেখবেন বলে উনাদেরকে তিনি আশ্বাস দেন। আজকের এই ডেপুটেশনে বিবেকানন্দ বিচার মঞ্চ ঊনকোটি জেলা কমিটির সদস্য সদস্যদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়।