ডিমা হাসাওয়ে লাভ জিহাদ এবং অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ভিএইচপি ও সজাম-এর উদ্যোগে মিছিল

হাফলং (অসম), ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে লাভ জিহাদের ঘটনা এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি) ও সনাতনী জাগরণ মঞ্চ (সজাম)-এর উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের করা হয়েছে।

এদিন সকাল দশটায় হাফলং টাউন কমিটির মাঠ থেকে বিশাল প্রতিবাদী মিছিল সমগ্র শহর পরিক্রমা করে জেলা সদর হাফলঙে জেলাশসকের কার্যালয় প্রাঙ্গণে আসে। এখানে মিছিলে অংশগ্রহণকারী ডিমা হাসাও জেলায় ক্রমবর্ধমান লাভ জিহাদ ও বিভিন্ন ধরনের অসামাজিক ঘটনা রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জেলাশাসক সীমান্তকুমার দাসের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন। আজকের এই প্রতিবাদী মিছিলে সহস্রাধিক পুরুষ-মহিলা শামিল হয়েছেন।

মিছিলের পর বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্পাদক মণীন্দ্র দাস ও নগর সম্পাদক সঞ্জীব দাস বলেন, সমগ্র দেশের সঙ্গে পাল্লা দিয়ে ডিমা হাসাও জেলায়ও লাভ জিহাদের মতো ঘটনা এবং নানা ধরনের অপরাধমূলক ঘটনা ক্রমশ বেড়ে চলছে। যা সমাজের জন্য গভীর উদ্বেগজনক বিষয়।

পাহাড়ি এই জেলায় মহিলা, যুবতীদের বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে ভিনধর্মী যুবকরা নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা সম্প্রতিকালে বেশ কয়টি সংগঠিত হয়েছে।

তাঁরা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে হিন্দু মেয়েদের নিয়ে যাওয়ার কিছুদিন পর ছেড়ে দেয় এ সব ভিনধর্মী যুবকরা। ফলে বহু যুবতী-মহিলার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। লাভ জিহাদে যারা জড়িত, তাদের কোনও ধর্ম জাতপাত নেই বলে মন্তব্য করে মণীন্দ্র দাস বলেন, আমাদের মা বোনদের সঙ্গে এ ধরনের ঘটনা রুখতে সমাজ তথা অভিভাবকদের সজাগ সচেতন হতে হবে। তাছাড়া লাভ জিহাদের মতো ঘটনা আটকাতে হলে সমাজের সবাইকে এক জোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি জেলা প্রশাসনকেও এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, বলেন মণীন্দ্র দাস।

লাভ জিহাদের মতো ঘটনা রোধ করতে এবং লাভ ম্যারেজ বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রতি আর্জি জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্পাদক মণীন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *