আগরতলা,২৯ ফেব্রুয়ারি : প্রতিবেশীর বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয়েছে এক যুবক। পরবর্তী সময়ে পরিবারের সদ্যসরা তাঁকে বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে এখনো জানা যায় নি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তর চড়িলাম মধ্যপাড়ায় এলাকার বাসিন্দা বয়স ঊনিশের নিত্যানন্দ নম: গত সোমবার প্রতিবেশি জাকির হোসেনের বাড়িতে গিয়েছিল। দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসার কারণে পরিবারের সদ্যসরা জাকির হোসেনের বাড়িতে গিয়েছিলেন। তখন পরিবারের সদ্যসরা নিত্যানন্দকে সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় পরে থাকতে দেখেন। সাথে সাথে আটকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতাল নিয়ে গিয়েছিলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শেষে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু আজ সকালে জিবি’তে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগর।