নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৯ ফেব্রুয়ারি: ধনপুর বিধানসভা কেন্দ্রের তেল কাজলা ৮ নম্বর বুথের মহিলা মোর্চার উদ্যোগে কলমক্ষেত সজল চৌমুহনী সংলগ্ন মাঠে এক জমায়েত অনুষ্ঠিত হয়েছে। জমায়েতের মধ্যে দুই পরিবারের ২২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। তাদের হাতে দলের পতাকা তুলে দেন ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ ও দলের সিপাহীজলা জেলার সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি, আগে থেকে মাঠে ময়দানে নেমে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে।ছোট বড় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে , এবং কর্মসূচিগুলিও জাঁকজমকপূর্ণভাবে সফল হচ্ছে।