মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

মেলাঘর, ২৯ ফেব্রুয়ারি: মেলাঘর পূর্ব চন্ডীগড়স্থিত ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের সহায়তায় আজ গোমতী জেলার অন্তর্গত মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান সংগঠিত করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি স্বপন চন্দ্র দাস সহ অন্যান্য অতিথিগণ।

এই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে মাতাবাড়ি ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানগণ এবং  সুনাগরিক বৃন্দ, মাতাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এম এস এস স্বেচ্ছাসেবক, রাধা কিশোর পুর থানার আধিকারিক ও পুলিশ কর্মী, মহকুমার আশা কর্মি, অঙ্গনোয়াড়ী কর্মি, উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন মিলে ২২৫  জন লোকের সমাগম ঘটে। 

ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি স্বপন চন্দ্র দাস  ওনার ভাষনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাজ কর্ম তুলে ধরেন এবং ত্রিপুরার সমস্ত স্তরের জনগণ যাতে মানবাধিকার কমিশনের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে পারেন সেই বিষয়ে কমিশনের সহযোগিতা নেওয়ার আবেদন রাখেন। 

মানবাধিকার কমিশন কিভাবে জনগণদেরকে সুশাসন উপহার দিতে পারে এবং জনগণ কিভাবে মানবাধিকার কমিশনের কাছ থেকে আইনের শাসন পেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন উপস্থিত কমিশনের সদস্য সুবির চন্দ্র সাহা, অপর সদস্য বিমল কান্তি রায় এবং কমিশনের সচিব মানিক লাল দাস গন। কমিশনের ইন্সপেক্টর ভবিতা ভট্টাচার্যী পাওয়ার পয়েন্টের মাধ্যমে কমিশনের কাজ এবং আইনের ধারা গুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের ডেপুটি পুলিশ সুপার লাল হিম মলসুম এবং মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দে।উপস্থিত সমস্ত অতিথিবর্গরা মানবাধিকার কমিশনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সামনে আলোচনা ব্যাক্ত করেন। কোথাও আইনের শাসন বিঘ্নিত হলে মানবাধিকার কমিশন কিভাবে ভূমিকা পালন করবে, মানবাধিকার কমিশন মিলিতভাবে সমাজে সুন্দর পরিবেশ বজায় রাখবে সেই বিষয়ে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন সংস্থার সচিব তথা জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত লিটনশীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতাবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *