ধুবড়ি (অসম), ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলায় দুশোর বেশি কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। দুই পাচারকারীকে ত্রিপুরার বাসিন্দা রাজকুমার সরকার এবং বিজয় দাস বলে শনাক্ত করেছে পুলিশ।
ধুবড়ি জেলার অন্তর্গত ছাগলিয়া থানার ওসি হিরকজ্যোতি দাস জানান, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ভোরে ছাগলিয়া এলাকায় স্থানীয় থানার পুলিশ ১৭-এ জাতীয় সড়কে নাকা চেকিং গড়ে তালাশি অভিযান চালায়। তালাশি অভিযানে দুটি চার চাকার গাড়ি যথাক্রমে টিআর ০৫ এফ ০৭৭২ নম্বরের নেক্সন এবং টিআর ০১ বিএইচ ০৭৮৭ নম্বরের ব্যালেনো থেকে মোট ৪৬ প্যাকেট থেকে ২০৩.৭৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়।
ওসি হিরকজ্যোতি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, দুটি গাড়িতে ত্রিপুরার আগরতলায় গাঁজা বোঝাই করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, ধৃত দুজনকে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।