নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৮ ফেব্রুয়ারি: রিয়াং সম্প্রদায়ের সামাজিক উৎসব কমিটির অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক ভগবান চন্দ্র দাস। পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত বেতছড়া যুগরাই রিয়াং পাড়ার কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় রিয়াং সম্প্রদায়ের সমাজপতিদের নিয়ে সামাজিক অনুষ্ঠান।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এলাকার বিধায়ক এর হাত ধরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। বেতছাড়া যুগরাই রিয়াং পাড়ার সমাজ পতিদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস।
অতিথি বিধায়ক মঞ্চে বক্তব্যের মাধ্যমে বলেন আগেকার রিয়াল সম্প্রদায় তাদের মন-মানসিকতাই ছিল না পাকা বাড়ি নির্মাণে কারণ তাদের পেটের দায়ে জুমসার করেই দিন কাটিয়ে যেত। কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদিজীর সরকারের নেতৃত্বে প্রত্যেক জনজাতির পরিবারকে আড়াই লক্ষ টাকা দেওয়া হচ্ছে পাকা বাড়ির নির্মাণে এখানেই সমাপ্তি নয় দেওয়া হচ্ছে রাস্তা পানীয় জল বিদ্যুৎসহ এলাকায় নানান উন্নয়নের ব্যবস্থা যা আমাদের কল্পনার বাইরেই ছিল।