নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: বুধবার নেহেরু যুব কেন্দ্র সংস্থান এবং বিবেকানন্দ লাইব্রেরীর যৌথ উদ্যোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবনে ডিস্ট্রিক্ট লেভেল নেইভারহুড ইয়ুথ পার্লামেন্ট ২০২৪ এর উপর একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল যুবকদের সচেতন করা যেন তারা সমাজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বিশেষ লক্ষ্য ছিল সমাজকে সুচারুরূপে পরিচালনা করার জন্য। এই কর্মশালায় মক পার্লামেন্ট এর মাধ্যমে যুবকদের উদ্বুদ্ধ করার প্রয়াস নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ লাইব্রেরি পক্ষে সহ – সভাপতি মনি ভূষণ শীল, সম্পাদক প্রদীপ কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ননী গোপাল দেবনাথ, এসিস্ট্যান্ট প্রফেসর ত্রিপুরা ইউনিভার্সিটি, সোমদেব বনিক, প্রফেসর ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ডক্টর রাজেশ চ্যাটার্জী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার, ত্রিপুরা ইউনিভার্সিটি।
প্রত্যেকের আলোচনায় যুবকদের আরও বেশি সচেতন ভাবে সমাজের জন্য কাজ করার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। যুবকরা সৎ পথে উদ্বুদ্ধ হলেই এই সমাজ গড়ে উঠবে সুন্দরভাবে। অতিথি ছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবী সংস্থা থেকে প্রতিনিধি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ৭৫০ জন লোকের সমাগমে এই ওয়ার্কশপ আজকে তার পূর্ণতা লাভ করে।