পাটনা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের সীতামঢ়ীতেও পদ্ম ফুটবে, বুধবার এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন দুপুরে দারভাঙ্গা বিমানবন্দর থেকে বিমানে করে বিহারের সীতামঢ়ীর পুনৌরা ধামে যান। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিহারের সীতামঢ়ীতেও পদ্ম ফুটবে। তিনি এদিন সীতামঢ়ীর পুনৌরা মন্দিরে পৌঁছে বলেন, মন্দিরের কাছে একটি পুকুর রয়েছে এবং পুকুরে এখন থেকে কেবল পদ্মই ফোটে। জানকির জন্মস্থানে একটি পুকুর (সীতা কুন্ড) আছে, তাই এখানে পদ্ম ফোটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। সর্বত্রই উৎসাহের পরিবেশ রয়েছে। দেশের জনগণ আবারও প্রধানমন্ত্রী মোদীর হাতে দেশের শাসনভার তুলে দিতে প্রস্তুত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোনও রাজনৈতিক ঘোষণা করতে পারি না তবে, আমি বলতে পারি যে সীতামঢ়ীও উন্নয়ন হবে।