ধর্মনগরে অপরাধ বাড়ছেএবার গৃহ কর্তৃকে আহত করে সর্বস্ব নিয়ে গেল ডাকাতের দল                  

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ফেব্রুয়ারি:ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকার জয়ন্ত দাসগুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।এই দুঃসাহসীক ডাকাতির ঘটনায় গোটা উত্তর জেলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধর্মনগরে অপরাধ বাড়ছে।

ঘটনার বিবরণে জানা যায়,জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত(৬৩) একটি ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত
অপর একটি ঘরে থাকে। রাত আনুমানিক দুইটা নাগাদ সবিতা দেবী টের পান হঠাৎ করে কে তার কানে হাত দিয়েছে। তখন তিনি চিৎকার দিলে মুখে কালো কাপড় বাধা একজন আওয়াজ না করতে বলে।

আর সবিতা দেবী কিছু বুঝে উঠার আগেই ডান দিকের গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং যদি আওয়াজ করে তাহলে তার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে গলায় দা ঠেকিয়ে দেয় ঐ ডাকাতটি।এই বলে তার কানের সোনার দুল,গলার চেইন এবং হাতের আংটি নিয়ে নেয়। পাশাপাশি দা দিয়ে বাঁ হাতে ক্রমাগত কুপ মারতে থাকে।

এদিকে ছেলে জয়ন্ত জানায়, ডাকাত চলে যাওয়ার পর তার মা তাকে ফোন করলে সে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ধর্মনগর দমকল অফিসে খবর দেয়। পরে দমকল কর্মীদের সহযোগিতায় আহত অবস্থায় মাকে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে।পুলিশ সুপারের ঘুম ভাঙে ১২ঘন্টার পর। তিনি সংবাদিক দের ডেকে বলেন ডাকাত দল প্রথমে দা দিয়ে সবিতা দেবীকে আঘাত করে। তিনি দাবি করেন খবর পেয়ে তিনি সহ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাথে স্হানীয় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। কিন্তূ  এই চাঞ্চল্যকর ঘটনায় এখনো গ্রেপ্তারের কোনো খবর নেই।