ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। প্রস্তুতি চলছে জোর কদমে। নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিক গেমস ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৮ থেকে ২৩ মার্চ। ৬ দিন ব্যাপী আয়োজিত এই পূর্বোত্তর অলিম্পিক গেমসে অ্যখলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, ফ্রিস্টাইল রেসলিং, লন টেনিস, টেবিল টেনিস, তাইকুন্ডু, ভলিবল, ঊশু খেলা হবে। কোন্ ইভেন্টে কতজন করে খেলোয়াড় অংশ নেবে, পুরুষ এবং মহিলা উভয় বিভাগে, তা পর্যন্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেমন অ্যাথলেটিক্সে পুরুষ ও মহিলা থেকে ২২ জন করে, বক্সিংয়ে ১০ জন করে, ব্যাডমিন্টনে তিনজন করে, বাস্কেট বলে পুরুষ বিভাগে ১২ জন, ক্রিকেটে পুরুষ বিভাগে ১৫ জন, ফুটবলে পুরুষ বিভাগে ২০ জন, ফ্রিস্টাইল রেসলিং-এ পুলিশ বিভাগে ৬ জন মহিলা বিভাগে পাঁচ জন, লন টেনিসে পুরুষ ও মহিলা বিভাগে তিনজন করে, টেবিল টেনিসে ৪ জন করে তাইকুন্ডোতে পুরুষ বিভাগে ৮ জন এবং মহিলা বিভাগ ৬ জন। ভলিবলে পুরুষ বিভাগে ১২ জন, ঊশুতে পুরুষ বিভাগে সাতজন ও মহিলা বিভাগে তিনজন। অফিসিয়াল প্রতিটি ইভেন্ট থেকে দুইজন করে। তবে ফুটবল, ক্রিকেট এর ক্ষেত্রে তা তিনজন করে অফিসিয়াল অংশ নেবে। রাজ্য দল যাবে পুরোপুরিভাবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অনুমতি ও অনুমোদনক্রমে। দল গঠনের পুরো দায়িত্ব প্রত্যেকটি ইভেন্টের রাজ্য সংস্থার হাতে। রাজ্য সংস্থাসমূহ নির্দিষ্ট উপায়ে রাজ্য দল গঠনের পর চূড়ান্ত দলের তালিকা তুলে দেবে দপ্তরের হাতে। এদিকে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক গোপাল রায় এক নোটিশে জানিয়েছেন বিভিন্ন স্পোর্টস ইভেন্টের রাজ্য অ্যাসোসিয়েশন গুলো, যেগুলো বিশেষ করে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত, তারাই দল গঠনের মাধ্যমে রাজ্য দল পাঠাতে পারবে। যাতায়াতের বিষয়ে সংশ্লিষ্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন দেখবে। সিলেকশন ট্রায়ালের ক্ষেত্রে কোনও রকম টি এ/ ডি এ দেওয়া হবে না। দপ্তর তিন মার্চের মধ্যে নামের তালিকা নেবে। স্টেট অলিম্পিক এসোসিয়েশন থেকে খেলোয়াড়দের টি-শার্ট প্রদান করা হবে। এখন খেলোয়ারদের কাছে বিষয়টা কিছুটা জটিল আকার ধারণ করেছে। যতদূর খবর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এ বিষয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজ্য দলের সাফল্য চাইছে।