ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। রাজ্য মহিলা ক্রিকেটে বিশেষ করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর বয়স ভিত্তিক মহিলা ক্রিকেটে নিউ প্লে সেন্টার প্রায় সাত বছর আগের প্রতিষ্ঠিত নাম। টিসিএ-র খাতায় রেজিস্ট্রি কৃত হওয়ার পর মহিলা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে এক সময় (২০১৭ সালে ) চ্যাম্পিয়নের খেতাবও পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে একাধিকবার আবেদন করা সত্ত্বেও অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বয়সের খেলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। এবার পুনরায় নিউ প্লে সেন্টার এর পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদন জমা করা হয়েছে। দেখা যাক, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি অন্ততপক্ষে নিউ প্লে সেন্টারের জন্য কিছু করার উদ্যোগ নেয় কিনা। উল্লেখ্য, নিউ প্লে সেন্টার এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি সকাশে মিলিত হয়ে এই আবেদনের কথা জানানো হয়।