আগরতলা, ২৭ ফেব্রয়ারি: দলের থেকে বড় জাতি। জনজাতিদের উপেক্ষা করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া অসম্ভব। বড়মুড়ার পাদদেশে আমরণ অনশন আন্দোলন মঞ্চ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
প্রসঙ্গত, গতকাল সাংবিধানিক সমাধানের দাবিতে বড়মুড়ার পাদদেশে আমরণ অনশন দিয়েছেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।আজ অনশন আন্দোলন মঞ্চ পরিদর্শনে গিয়েছেন তিনি।
এদিন শ্রী দেববর্মন বলেন, তাদের দাবী পূরণের জন্য বারে বারে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করেও কোন ইতিবাচক সাড়া না পাওয়াতে হতাশ হয়ে এই আন্দোলনের পথে যাচ্ছেন।
এদিন তিনি বলেন, আমি অসুস্থ। বেশিদিন লড়াই করতে পারব না। তাই যতদিন আছি জানাজাতিদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাব। এইভাবেই মনে হচ্ছে জনজাতিদের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে রাজনীতির লড়াইয়ে উর্ত্তীর্ণ হতে চাইছেন তিনি প্রদ্যুৎ।