পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি,(হি.স.): ‘‘দীর্ঘদিন ১০০ দিনের কাজ করেছে টাকা পায়নি, তাদের মধ্যে অনেকের হাতে আজ টাকা তুলে দেওয়া হল। কাল থেকে শুরু হয়েছে।”
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভায় এ কথা বলেন।
এই সঙ্গে তিনি জানান, “আমরা আর ২ -৩ দিনের মধ্যে যারা ১০০ দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্চিত হয়েছেন, খেটে খাওয়া গরীব মানুষ, তাদের টাকাটা, তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ -৪ দিনের মধ্যে, ইতিমধ্যেই অনেকগুলো পৌঁছে গিয়েছে।’’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’আমরা ১০০০ ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি, এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার। এর মধ্যে থেকে প্রায় ৭০০ জন চাকরি পাবে, যাদের পরিবারে কখনও না কখনও কেউ বন্য প্রাণীর হানায় মারা গিয়েছেন। তাঁরা ৬০ বছর বয়স পর্যন্ত ১২ হাজার টাকা করে প্রতি মাসে মাইনে পাবেন। এবং এখন থেকে এই ধরণের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ৫ লাখ করে টাকা ও চাকরি পাবেন।’