ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। জয় পেলো অমর সঙ্ঘ। ৬৯ রানে পরাজিত করলো আজাদহিন্দ ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার সাব্রুম স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে অমর সঙ্ঘ ২২৭ রান করে। দলের পক্ষে রণজিৎ ত্রিপুরা ৪৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১, বিপ্লব ত্রিপুরা ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। আজাদহিন্দ ক্লাবের পক্ষে আখাশ শীল ৩৯ রানে এবং অভিজিৎ বিশ্বাস ৪২ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে আজাদহিন্দ ক্লাব ১৫৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ শীল ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং রাকেশ দাস ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। অমর সঙ্ঘের পক্ষে নগেন্দ্র ত্রিপুরা ৩১ রানে ৪ টি এবং রণজিৎ ত্রিপুরা ৪৬ রানে ৩ টি উইকেট দখল করেন।