BRAKING NEWS

জলঙ্গিতে পথদুর্ঘটনায় হত ২, আহত ৩

মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি, (হি.স.): মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গির হুকোহারার কাছে জলঙ্গি সেখপাড়া পিডব্লুডি’র সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন গিয়াসউদ্দিন মন্ডল (৪৫), তাঁর বাড়ি হরিহরপাড়ার মন্ডলপাড়ায়। তিনি জলঙ্গি সেখপাড়া পিডব্লুডি’র রাস্তায় যে সংস্কারের কাজ হচ্ছে তার ম্যানেজার। অন্যজন রাসিদুল ইসলাম (২১), তার বাড়ি সাগরপাড়ার খয়রামারীতে। ওই ঘটনায় তিন জন গুরুতর জখম হন। তাদের নাম যথাক্রমে উজ্জ্বল শেখ (২৭) বাড়ি জলঙ্গির ফকিরাবাদে। আফজাল শেখ (২৪) বাড়ি সাগরপাড়ার খয়রামারীতে। তাঁরাও ওই রাস্তার কর্মচারী। অন্যজন বীরেন্দ্র খারগে (৩৮)। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *