সিওনি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের সেওনি জেলা থেকে বন্য প্রাণীর মাংসসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মধ্যপ্রদেশের বন বিভাগ সিওনি জেলায় বন্য প্রাণীর মাংস ও প্রাণীর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ রাখার অভিযোগে ১ প্রাক্তন পুলিশকর্মী এবং অন্য ১ জনকে গ্রেফতার করেছে।
ফরেস্ট রেঞ্জ আধিকারিক রাহুল ধারু জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে জবলপুরের টাইগার স্ট্রাইক ফোর্স এবং স্থানীয় বন বিভাগের একটি দল রবিবার রাতে করঞ্জমারা গ্রামের একটি খামারে অভিযান চালায়। সেখানেই তাঁরা একটি খামার থেকে বন্য প্রাণীর মাংস ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছেন। সেখানে তাঁরা একটি ভাল্লুকের চামড়া ও তার শরীরের অংশ, একটি বন্য শুয়োরের মাথা এবং ৩ কেজি চিতলের মাংস উদ্ধার করেছেন বলে জানান রাহুল ধারু। ধৃতদের ২জনের মধ্যে ১জন প্রাক্তন পুলিশকর্মীও রয়েছেন।