মনুবাজার, ২৫ ফেব্রুয়ারি: রবিবার সকালে মনুবাজার থানাধীন তৈকুম্ভা বাজার সংলগ্ন এলাকায় একটি জঙ্গল থেকে এক তরুনী গৃহবধুর ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
এদিন সকালে এলাকার মানুষ দেহটি দেখতে পায়। জানাগেছে উদ্ধার হওয়া দেহটি মাইরা এডিসি ভিলেজের পদ্মমনি পাড়ার, খাকচাং ত্রিপুরার স্ত্রী জেস্মিতা ত্রিপুরার(১৮)।
বছর দেড়েক আগে কোয়াইফাং এলাকার মতিলাল ত্রিপুরার মেয়ের সাথে খাকচাং এর বিয়ে হয় ভালোবাসার সূত্রে। বিয়ের দুই মাস পর থেকে শুরু হয় অশান্তি। গত ১৬ ফেব্রুয়ারি থেকে গৃহবধূ টি নিখোঁজ হয়ে যায়,গত ১৭ ফেব্রুয়ারিতে গৃহবধূর মা মনুবাজার থানাতে একটি নিখোঁজ ডাইরি করে।
গৃহবধূর দেহ নিজ বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাওয়া যায়। মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, তাকে স্বামী হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায়। সাব্রুম মহকুমা প্রশাসনের ডিসি মনোজ প্রভাকর পালের উপস্থিতিতে উদ্ধার হওয়া স্থানেই দেহটির ময়নাতদন্ত করা হয় দেহটি পচন ধরে যায়।
ফরেনসিক টিমও এসে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ মৃতার স্বামী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।নিখোঁজ হওয়ার দিনেও গৃহবধূ কে প্রচন্ড ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতার বাপের বাড়ির লোকজনরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।