BRAKING NEWS

ফের ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক ৫ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ১৭৫ কেজি শুকনো গাজা সহ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রবিবার ভোররাতে তাদের থানায় নিয়ে আসে পুলিশ। 

ঘটনার বিবরণে যাত্রাপুর থানার পুলিশ জানায়, রাত বারোটার দিকে তারা খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী ১৮৯ নম্বর ব্যাটেলিয়ানের  লালটিলা বিওপির  বিএসএফদের সঙ্গে নিয়ে,  নাচনিয়া টিলার মাতামবাড়ী গ্রামের সুকান্ত পালের বাড়িতে অভিযান চালায়। 

সেই সময়ে ঐবাড়ির উঠোনে বসে বেশ কয়েকজন শুকনো গাজা প্যাকেট করার কাজ করছিলো। যদিও পুলিশের উপস্থিতি টের  পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হল সুকান্ত পাল(২৭), ভবতোষ সূত্রধর(৫৫), আবুল কাশেম(৪০), মিরজাহান মিয়া(৩৪), জয়নাল আবদিন(৩৯)। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ। তাদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *