বিলোনিয়া, ২৫ ফেব্রুয়ারি: বিজেপির বিলোনীয়া মন্ডল কমিটির উদ্যোগে বেতাগার বুদ্ধশক্তি কেন্দ্রের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার।
এদিনের আয়োজিত এই যোগদান সভায় ৫১,৫২ এবং ৫৩ নম্বর বুথের ৪৭ পরিবারের ১৪০ জন ভোটার,বিরোধী শিবির ত্যাগ করে বিজেপিতে সামিল হয়।
এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও এদিন বিলোনীয়াতে দলের একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সেই বৈঠক শেষে বিলোনীয়ার চার পরিবারের আঠারো জন ভোটার বিজেপিতে সামিল হয়।