আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: কংগ্রেস এবং তিপ্রা মথার বৈঠক নিয়ে চিন্তিত নয় বিজেপি। রবিবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, তাদের কাছে মনে হতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে বিজেপি দল তৈরি রয়েছে।
তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক জনকল্যান মুখী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের জনগনের জন্য একের পর এক প্রকল্প আনা হচ্ছে। দেশের জনগনের উন্নয়ন করা হচ্ছে। জনগন রয়েছে বিজেপির সঙ্গে। তাই চিন্তার কোনো কারন নেই।
উল্লেখ্য ইতিমধ্যেই কংগ্রেস ও তিপ্রা মথার মধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।