আগ্রা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ‘জোট’ বেঁধেই লড়বে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (এসপি)। আসন সমঝোতাও চূড়ান্ত হয়েছে। তার পরই রবিবার আগ্রাতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দিলেন এসপি প্রধান অখিলেশ যাদব। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধীও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন অখিলেশের উপস্থিতিতে বলেন, “আপনি যদি গরীব হন, তবে এই দেশে ২৪ ঘন্টা অন্যায়ের মুখোমুখি হবেন… ঘৃণার কারণ অন্যায়, তাই আমরা আমাদের যাত্রায় ন্যায় শব্দটি যুক্ত করেছি।”
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “আগ্রা শহর বিশ্বে পরিচিত। আমি খুশি যে তাঁরা ভালোবাসার দোকান চালিয়েছে এবং এই সমগ্র শহরটি ভালবাসার শহর… আগামী দিনে গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর চ্যালেঞ্জ আছে। আমরা আশা করছি আইএনডিআই জোট এবং পিডিএ-র লড়াই এনডিএ-কে পরাজিত করতে কাজ করবে।”