নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ ফেব্রুয়ারি: রহস্যজনকভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে এক যুবককে। বিশালগড়ের ঘনিয়ামারা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তার গলায় গুরুতর আঘাত রয়েছে। বিশালগড় জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সে হাপনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে জানা গেছে আহত যুবকের নাম রামু শিল, সে ঘনিয়ামারা এলাকার বাসিন্দা। মাঝ রাস্তায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ডাক্তারের প্রাথমিক ধারনা ওই যুবকের গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে আসলে কি ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।