নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ ফেব্রুয়ারি: আগুনে ভস্মীভূত হয়ে গেল পুরো বাড়ী। সাথে ঘরের সব জিনিসপত্রাদিও পুড়ে ছাই হয়েছে অগ্নিকাণ্ডে। শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ঘটনা শুক্রবার খোয়াইয়ের সোনাতলা বাজার সংলগ্ন জীবনানন্দ কৃষ্টি ভবনের পাশে।
জনৈক প্রদীপ রায়ের বাড়ী এটি।কিন্তু বেশ কিছু দিন ধরে বাড়ীর মালিক খোয়াই শহরে ভাড়া করা বাড়ীতে থাকেন বলে সোনাতলার বাড়ীটি পরিত্যক্ত অবস্থায় ছিল।বৃহস্পতিবারের বৃষ্টির ফলে বাড়ীটির ঘরে জল ঢুকে গিয়ে বৈদ্যুতিক লাইনে কোথাও হয়তো গোলযোগ সৃষ্টি হয়ে থাকতে পারে।
আর তার ফলেই শুক্রবার রাতে সোনাতলা বাজার সংলগ্ন জীবনানন্দ কৃষ্টি ভবনের পাশে প্রদীপ রায়ের বাড়ীতে আগুন লেগে গিয়ে ঘরের ভেতরে থাকা সব জিনিসপত্রাদি সহ পুরো বাড়ী ভস্মীভূত হয়ে যায়।দমকল বাহিনীর কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলেও কোন কিছুই বাঁচানো যায়নি।দমকল বাহিনীর গাড়ি যাওয়ার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সারা বাড়ীতে।আর তার ফলেই সবকিছু পুড়ে ছাই।ক্ষয়ক্ষতির পরিমাণ কমকরেও পাঁচ লক্ষাধিক টাকার মতো হবে বলে মনে করা হচ্ছে।