গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বকোয় জাতীয় সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মেঘালয়ের বিদ্যুৎ দফতরের মহিলা ইঞ্জিনিয়ার। একই দুর্ঘটনায় আহত হয়েছেন সহযাত্রী। নিহত ইঞ্জিনিয়ারকে বছর ৫৫-এর সনম সাংমা (মহিলা) এবং গুরুতর আহতকে হেনরি সাংমা (৫৫) বলে শনাক্ত করা হয়েছে। হতাহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনা শুক্রবার রাত প্রায় সোয়া দশটা নাগাদ সংঘটিত হয়েছে, খবর পুলিশ সূত্রের।
জানা গেছে, গতকাল রাতে নিজের হোন্ডা ডব্লিউআরভি মডেলের এমএল ০৮ এফ ০৮২১ নম্বরের গাড়িতে চড়ে গুয়াহাটি থেকে মেঘালয়ের তুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন সনম সাংমা এবং হেনরি। কিন্তু রাত প্রায় সোয়া দশটা নাগাদ বকোর শিংড়া শালনি এলাকায় গিয়ে ইঞ্জিনিয়ারের দুরন্ত গাড়িটি সোজা গিয়ে দণ্ডায়মান এএস ০১ এএ ৯৭৭০ নম্বরের সিমেন্টবাহী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে হোন্ডা কার লরির পেছনে নীচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে ছুটে যায় বকো থানার পুলিশ। তাঁরা আহত দম্পতিকে প্রথমে বকো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাঁদের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে সনম সাংমাকে আইসিইউ-এ ভরতি করা হয়। কিন্তু আজ ভোর প্রায় ৩:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইঞ্জিনিয়ার সনম সাংমা।
জানা গেছে, সনম সাংমা ‘মেঘালয় পাওয়ার কর্পোরেশন লিমিটেড’-এর একজন ইঞ্জিনিয়ার। তাঁর স্বামী হেনরি সাংমা আবার মেঘালয় নগরোয়ন বিভাগের ইঞ্জিনিয়ার।
এদিকে লরি-চালক বলেন, গুয়াহাটি থেকে সিমেন্ট বোঝাই করে তিনি বকোয় যাচ্ছিলেন। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে লরিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখতে হয়েছিল। পুলিশ দুর্ঘটনা সম্পর্কে তদন্ত করছে, জানিয়েছেন বকো থানা কর্তৃপক্ষ।

