আগরতলা, ২২ ফেব্রুয়ারি: ১০দিন পর চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে। পরবর্তী সময়ে পুলিশ মালিকের হাতে বাইক তুলে দিয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে জিবি ফাঁড়িতে মামলা দায়ের করা সত্ত্বেও পুলিশ বাইকটি উদ্ধার করতে পারেনি। সেই চুরি যাওয়া বাইক বিশালগড় থেকে বাইকটি উদ্ধার করা হয়।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশালগড় থানাধীন মুন্ডাবস্তি এলাকার জঙ্গলে বাইকটি পড়ে ছিল। খবর জানার পর পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে সব থানায় খবর পাঠানো হয়েছিল।