নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার পূজার্চনার মধ্য দিয়ে কমলপুরের বালিগাঁও ফৌজিপাড়া এলাকায় শ্রীশ্রী শিবশক্তি লোকনাথ মন্দির প্রতিষ্ঠা হয়।পাশাপাশি প্রতিষ্ঠা হয় শিবের বিগ্রহেরও। প্রাক্তনমন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব নারকেল ভেঙে মন্দিরের উদ্বোধন করেন।
এবিষয়ে মনোজ কান্তি দেব বলেন শ্রীমৎ ঈশ্বরনাথ ভারতী ব্রহ্মচারীর অনুমতি ক্রমে দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস সহ এলাকাবাসীদের সহযোগীতায় এখানে মন্দির হয়েছে।
২০০৯ সাল থেকে এখানে উৎসব হয়ে আসছে এবারও আগামী রবিবার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।তিনি আশা রাখেন পূজার্চনার জন্য এই জায়গাটা একটা প্রসিদ্ব জায়গা হবে।