নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প জারি করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে ধর্মনগর মহকুমার ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক রেলি অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া তারা ধন্যবাদ জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কে। কারণ উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় যে ক্যান্সার আক্রান্ত রোগীরা রয়েছেন তাদের জন্য কাছাড় ক্যান্সার হাসপাতালের একটি শাখা ধর্মনগর স্থাপন করা হবে।
তার জন্য ধর্মনগরের বিধায়কের আপ্রাণ প্রচেষ্টা এবং যেভাবে ক্যান্সার রোগীদের সাহায্যার্থে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন তাকে ধন্যবাদ জানানো হয় এই রেলি থেকে। এদিনের রেলিতে অংশগ্রহনকারী উপস্থিতি ছিল লক্ষনীয়।

