লামডিং (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : রেল শহর লামডিঙে পুলিশ এবং ড্ৰাগস পাচারকারীর মধ্যে সংগঠিত সংঘৰ্ষে জখম হয়েছেন এক জওয়ান। এ ঘটনায় পুলিশ দুই মহিলা সহ চার দুষ্কৃতীকে আটক করেছে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে লামডিং থানার পুলিশ স্থানীয় আইওসি-র কাছে পরিচালিত অভিযানের সময় এ ঘটনা সংগঠিত হয়েছে৷ আবুল আলি নামের এক ড্ৰাগস পাচারকারীকে ধরতে গিয়েছিল পুলিশের দল। তখন আবুলের পরিবারের পুরুষ ও মহিলা সদস্যরা অভিযানকারী পুলিশ দলের ওপর লাঠি-সোঁটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে লামডিং থানায় কর্তব্যরত অসম পুলিশের হোমগার্ড জওয়ান জনৈক প্ৰণব পাঠক জখম হয়েছেন।
পুলিশের কৰ্তব্যে বাধা দেওয়ার অভিযোগে আবুল আলির পরিবারের চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। আটক চারজনেন নাম ফাইজল আলি, রফিক আলি, সবনা বেগম এবং রৌশন বেগম।