আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ওএনজিসি-র পক্ষ থেকে মাটির নিচে ডিনামাইট বিস্ফোরণের ফলে বিশ্রামগঞ্জের বড়জলা বাঁশতলি এলাকায়প্রায় ২০ থেকে ২৫ টি পরিবারের বসত ঘরের দেওয়াল ফেটে গিয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দাবি , ক্ষতিপূরণ দিয়ে পুনরায় কাজ শুরু করতে হবে।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় ওএনজিসি-র পক্ষ থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালানো হচ্ছে। এই অনুসন্ধান চালাতে গিয়ে বেশ কিছু জায়গায় মাটির নিচে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হচ্ছে। বিশ্রামগঞ্জের বড়জলা বাঁশতলি এলাকায় ডিনামাইট বিস্ফোরণের ফলে স্থানীয়দের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকার ২০ থেকে ২৫টি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্থ জনৈক পরিবারের সদস্য জানিয়েছেন, ওই এলাকায় ডিনামাইট বিস্ফোরণ ঘটাতে আটকে দেওয়া হয়েছে কর্মীদের। যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে ওই এলাকায় কর্মীরা পুনরায় কাজ শুরু করতে পারবেন না।