আগরতলা,২২ ফেব্রুয়ারি : ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির উদ্যোগে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাইক র্যালির আয়োজন করা হয়েছে।
সমিতির জনৈক ব্যক্তি বলেন, করোনা পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত ৮০ কোটি মানুষের জন্য মাথা পিছু পাঁচ কেজি করে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল প্রদান করছে মোদী সরকার। তাছাড়া, ফেব্রুয়ারি ও মার্চ মাস প্রতিটি পরিবারের জন্য রেশন কার্ড প্রতি ১৩ টাকা করে পাঁচ কেজি চাল প্রদান, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারের জন্য মোদী সরকার কর্তৃক পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করছে। তারই অঙ্গ হিসেবে আজ শহরের রাজপথে ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির উদ্যোগে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাইক র্যালির আয়োজন করা হয়েছে।
2024-02-22

