নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মুম্বইয়ে হিরানন্দানি গ্রুপের একাধিক ঠিকানায় অভিযান চালিয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। ইডি সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
হিরানন্দানি গ্রুপ ভারতের অন্যতম প্রিমিয়াম রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি। এই ব্যবসায় তাঁদের ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। নিরঞ্জন হিরানন্দানি হলেন হিরানন্দানি গ্রুপ অফ কোম্পানির একজন সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। ইডির তল্লাশি সংক্রান্ত বিষয়ে আর কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

