সীমান্তে মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ বিএসএফের

উ ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি (হি.স) : নদীয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে মহিলাদের ফ্রি ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে অবিচল। বৃহস্পতিবার সেই লক্ষ্যেই সামগ্রী বিক্রির জন্য স্টলের উদ্বোধন করা হয়।শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার এবং তার সহধর্মিনী এবং ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সিও সুজিত কুমার। এই প্রশিক্ষণ শিবির আরো করা হবে বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা। এলাকার মহিলারা যথেষ্ট আগ্রহী এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাও খুব খুশি । বিএসএফের এই মানবিক উদ্যোগে। বিএসএফ শুধুমাত্র যে সীমান্ত পাহারা দেয় সেটা কিন্তু নয় তারা বিভিন্ন সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপন করছেন । বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের যথেষ্ট ভূমিকা রয়েছে এই প্রশিক্ষণ শিবির করবার জন্য। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা এবং স্থানীয় বাসিন্দারা বিএসএফকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।

উল্লেখ্য, কাদিপুর বিএসএফ ক্যাম্পে গ্রামের মহিলাদের বিগত ১৫ দিন ধরে হাতে কলমে বেকারির প্রশিক্ষণ দেওয়া হয়। বিএসএফের পক্ষ থেকে এই প্রশিক্ষণ টি সম্পূর্ণ ফ্রিতে করানো হয় । এই প্রশিক্ষণ শিবিরে কাদিপুর সহ হুদা দিগম্বরপুর থেকে মহিলারা এসে এই প্রশিক্ষণ নিতন। এই প্রশিক্ষণ শিবিরে মোট ২৫ জন মহিলা অংশ নেয় । এবং তারা বেকারির বিভিন্ন জিনিস সামগ্রী যেমন কেক, বিস্কুট পিজ্জা ,বার্গার সহ অন্যান্য জিনিস সামগ্রী তৈরি করবার প্রশিক্ষণ নেই মহিলারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *