ফরিদাবাদ, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদ থেকে ছিনতাই, অবৈধ অস্ত্র মামলায় জড়িত ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চ সেক্টর-৪৮-এর ইনচার্জ জগবীর সিং-এর দল ডাকাতি, ছিনতাই এবং অবৈধ অস্ত্রের মামলায় জড়িত ৪ ধরতে সফল হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র সুবে সিং জানান, ধৃতদের নাম, গৌরব, বিবেক, নীরজ এবং কৃষ্ণা। অভিযুক্তরা সবাই ছাইসা গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ক্রাইম ব্রাঞ্চের দল বেআইনি অস্ত্রের একটি মামলায় অভিযুক্ত গৌরবকে সরান থেকে এবং অভিযুক্ত বিবেককে তিগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছিল। উভয়ের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই পুলিশ নীরজ এবং কৃষ্ণার কথা জানতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।