মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বই যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল জিশান সিদ্দিকীকে, তাঁর পরিবর্তে মুম্বই যুব কংগ্রেসের নতুন সভাপতি হছেন অখিলেশ যাদব। জিশান সিদ্দিকীকে কেন আচমকাই সরিয়ে দেওয়া হল, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সম্প্রতি জিশান সিদ্দিকীর পিতা বাবা সিদ্দিকী কংগ্রেস ছেড়ে এনসিপি-র অজিত পওয়ার শিবিরে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, বাবা সিদ্দিকী দল ছাড়ায় তাঁর ছেলেকে মুম্বই যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে সরানো হয়েছে।
বুধবার মহারাষ্ট্র কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জিশান সিদ্দিকীকে, তাঁর পরিবর্তে নতুন সভাপতি করা হয়েছে অখিলেশ যাদবকে। আপাতত অখিলেশই এই দায়িত্ব সামলাবেন।