BRAKING NEWS

প্রেসক্লাবের টেবিল টেনিস সম্পন্ন স্পোর্টস ফেস্ট জমজমাট, কাল দাবা

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।।  বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-এর ৬ষ্ঠ পর্যায়ে বুধবার টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ব্যাডমিন্টন সিঙ্গেলস, লুডো ও ক্রিকেটের পর আজ টেবিল টেনিসের পর ক্রমান্বয়ে দাবা, চাইনিজ চেকার, ব্যাডমিন্টন ডাবলস এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় পার্থজিৎ দত্ত চ্যাম্পিয়ন এবং মণিময় রায় রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন সুপ্রভাত দেবনাথ। কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাব্রুম প্রেসক্লাবের বন্ধন দাস ২-০ সেটে সন্তোষ গোপকে, মণিময় রায় ২-০ সেটে সমীর সাহাকে, পার্থজিৎ দত্ত ২-০ সেটে কৌশিক সমাজপতি কে এবং সুপ্রভাত দেবনাথ ২-১ সেটে শান্তনু বণিক কে হারিয়ে সেমিফাইনাল পর্যায়ে প্রবেশ করেছিল। প্রতিযোগিতায় মোট ১৬ জন সাংবাদিক খেলোয়াড় ছিলেন। খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আগরতলা প্রেসক্লাবের সচিব রমাকান্ত দে। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যও উনার সংক্ষিপ্ত ভাষণে স্পোর্টস কমিটির ভূয়ষী প্রশংসা করে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে স্পোর্টস এন্ড গেমস ফেস্ট-২৪ সাফল্যমন্ডিত করে তোলার জন্য আহ্বান জানান। স্পোর্টস কমিটির কনভেনার তথা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দেও উনার সংক্ষিপ্ত ভাষণে অংশগ্রহণকারী খেলোয়াড়, আম্পায়ার, প্রেসক্লাবের সকল কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় চীফ রেফারি ছিলেন রাজ্যের অন্যতম টেবিল টেনিস কোচ আশিস চৌধুরী। উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার প্রেসক্লাবের কনফারেন্স হল-এ বেলা ১১টায় সাংবাদিকদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টার মধ্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রেস ক্লাবে রিপোর্ট করতে বলা হচ্ছে। দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেও ক্লাবের সভাপতি, সচিব এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *