রক্তদানের কোনো বিকল্প নেই : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: রক্তদানের কোনো বিকল্প নেই। আজকের দিনে মানব সেবাই প্রকৃত ধর্ম। আজ রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান পরিসরে ৩৫তম জাতীয় সড়ক সুরক্ষা মাস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত  স্বেচ্ছায় রক্তদান শিবিরে একথা বলে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন রক্তদান শিবিরে উপস্থিত সকল রক্তদাতাদের তাঁদের এই মহতী সেবামূলক কাজ ও মানসিকতার সাধুবাদ জানিয়ে তাঁদের সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মন্ত্রী সুশান্ত । 

এদিন শ্রী চৌধুরী বলেন, মানুষের মধ্যেই ভগবান রয়েছে। তাই মানুষকে সেবা করাই ভগবানকে সেবা করা।