নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ৩৮-তম রাজ্য দিবস উপলক্ষ্যে মিজোরামকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তায় মোদী লিখেছেন, ‘মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক’।
১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি মিজোরামকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। তার পর থেকে প্রতি বছর এই দিন প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে রাজ্য দিবস পালন করে মিজোরাম। রাজ্য সরকারের উদ্যোগে দিনব্যাপী চলে সাংস্কৃতিক কার্যক্রম, আলোচনাচক্র, খেলাধুলা ইত্যাদি। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজো সংস্কৃতির প্রশংসা করে, রাজ্যের অগ্রগতি, শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মিজোরামের জনগণকে রাজ্য দিবসের শুভেচ্ছা। মিজোরামের অনন্য সাংস্কৃতিক টেপেস্ট্রি, এর সমৃদ্ধ সৌন্দর্য এবং রাজ্যবাসীর উষ্ণ-হৃদয়ের চেতনার জন্য ভারত অত্যন্ত গর্বিত। মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক, ঐতিহ্য ও সম্প্রীতির মিশ্রণের মূর্ত প্রতীক। মিজোরামের ক্রমাগত উন্নতি, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’