BRAKING NEWS

কাঞ্চনপুরে নেশা দ্রব্যের তাণ্ডবে চুরি বিদ্যায় শিক্ষিত বাড়ছে

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস চত্বরে দীর্ঘদিন ধরে চুরি কান্ড অব্যাহত।সিসিটিভি ফুটেজ থেকে তা প্রমাণিত।। কাঞ্চনপুরে নেশা দ্রব্যের তাণ্ডবে চুরি বিদ্যায় শিক্ষিত বাড়ছে, সভ্য ঘরের ছেলেরা ও নিশিরাতে এদিক ওদিক ঘোরাঘুরিতে দেখা গিয়েছে।বলে অভিযোগ উড়ছে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস চত্ব্বর এলাকা থেকে,, ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে চুরি কান্ড অব্যাহত প্রশাসন এখনো কোন চোরকে চিহ্নিত করে ধরতে সক্ষম হননি।

 এলাকায় বিভিন্নভাবে মানুষের সমালোচনা সূত্র থেকে জানা গিয়েছে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস চত্বর এলাকায় প্রতিদিন ব্যাপি একদল যুবকেরা নেশার আকড়া তৈরি করে ফেলেছে জানা গিয়েছে ওই আকড়ায় ড্রাগস সহ অবৈধ কাজকর্ম চলে।

এলাকার মানুষেরা এ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। নেশা সামগ্রী সেবনকরার পাশাপাশি চুরি কান্ড অব্যাহত এলাকায়। প্রশাসনকে শীত ঘুমে রেখে এই চুরিকান্ড ঘটায় চোরের দল। জানা গিয়েছে সরকারি কর্মচারীদের ছেলেরাও এই অবৈধ কাজকর্মে জড়িত আছেন। ১৭ইং ফেব্রুয়ারি শেষ রাতে বেলা ৩ টা নাগাদ যুবরাজ ছেত্রী নামের এক সরকারি কর্মচারীর ঘর থেকে ড্রাই দিয়ে লখ ভেঙ্গে একটি কম্পিউটার সেট, সিসিটিভি অপারেটর করার মেশিনারি সর্বপ্রকার সামগ্রী, ১ লক্ষ্য ৫০ হাজার টাকার স্বর্ণের জিনিসপত্র , নগদ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ৪ লক্ষ্য ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ প্রশাসন শুধুমাত্র তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *