বিলোনিয়া, ১৯ ফেব্রুয়ারি: নেশা বর্তমান সময়ে একটা মারাক্তক আকার ধারন করেছে। নবপ্রজন্ম নেশার কড়াল গ্রাসে ডুবে যাচ্ছে। নতুন প্রজন্ম সহ সমাজকে সুস্থ রাখতে নেশাকে রোখা জরুরী। নেশার বিরুদ্ধে লড়াই শুধু পুলিশ প্রশাসনের একা নয়।এর বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে সক্রিয় ভাবে এগিয়ে আসতে হবে। আজ ত্রিপুরা পুলিশের ১৫০ বর্ষ পূর্ত্তী উপলক্ষে বিলোনীয়া বি কে আই মাঠে প্রিতি ফুটবল ম্যাচে একথা বলেন দক্ষিন জেলা পুলিশ সুপার অশোক সিনহা।
প্রসঙ্গত,ত্রিপুরা পুলিশের ১৫০ বর্ষ পূর্ত্তী উপলক্ষে সোমবার বিলোনীয়া বি কে আই মাঠে অনুষ্ঠিত ত্রিপুরা পুলিশ বনাম বিলোনীয়া ফুটবল এসোশিয়েশানের মধ্যে প্রিতি ফুটবল ম্যাচ। খেলায় ৩ – ০ গোলে জয় লাভ করে বিলোনীয়া ফুটবল এসোসিয়েশান। খেলা শুরুর নির্ধারিত সময়ের প্রথমার্ধে ২ টি এবং খেলার দ্বিতীয়ার্ধে আরো ১ টি গোল দিয়ে বিলোনীয়া ফুটবল এসোশিয়েশান সোমবার বিলোনীয়া বি কে আই মাঠে ত্রিপুরা পুলিশকে পরাজিত করে।
এদিনের খেলায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা পুলিশ সুপার অশোক সিনহা, বিলোনীয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। অনুৃষ্ঠানে বিজয়দের হাতে পুরুস্কার তুলেদন অতিথিরা।
অনুষ্ঠানে দক্ষিন জেলা পুলিশ সুপার অশোক সিনহা বলেন, নেশা বর্তমান সময়ে একটা মারাক্তক আকার ধারন করেছে। নবপ্রজন্ম নেশার কড়াল গ্রাসে ডুবে যাচ্ছে। নতুন প্রজন্ম সহ সমাজকে সুস্থ রাখতে নেশাকে রোখা জরুরী। নেশার বিরুদ্ধে লড়াই শুধু পুলিশ প্রশাসনের একা নয়। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে সক্রিয় ভাবে এগিয়ে আসতে আহ্বান করেন।
তিনি বলেন, পথ দুর্ঘটনা আরেকটি বিপদ। অসতর্কতা নেশা গ্রস্ত হয়ে বাইক সহ যানবাহন চালানো এবং মাথায় হেলমেট ব্যাবহার না করার ফলে পথদুর্ঘটনায় অসময়ে জীবন শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন যে কোন জানচলানোর সময় চলককে সতর্ক হয়ে সমস্ত বিধিনিয়ম মেনে চলতে আহ্বান করেন।

