BRAKING NEWS

শর্ত রাখল সপা, আসন সমঝোতা না হওয়া পর্যন্ত কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ নয়

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : সমাজবাদী পার্টি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় ততক্ষণ অংশ নেবে না, যতক্ষণ না পর্যন্ত উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে তাদের আসন ভাগাভাগি হয়। সোমবার স্পষ্টতই সাংবাদিকদের একথা জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা সোমবার আমেঠির মধ্য দিয়ে রওনা হয়েছে।

সোমবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “এখন আলোচনা চলছে, তাঁদের কাছ থেকে তালিকা এসেছে, আমরা নিজেদের তালিকাও দিয়েছি। যে মুহূর্তে আসন বণ্টন হয়ে যাবে, সমাজবাদী পার্টি তাঁদের ন্যায় যাত্রায় যোগ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *