আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: কংগ্রেসের বৈধ ব্যাংক একাউন্ট ফ্রিজ করার প্রতিবাদে আয়কর দফতরের সামনে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীদের।
প্রদেশ কংগ্রেসেরে মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার ষড়যন্ত্র করে কংগ্রেসের বৈধ ব্যাঙ্ক একাউন্ট বন্ধ করে দিয়েছে। স্বাধীনতার পর যতদিন কংগ্রেস সরকারে ছিল কখনো কোনো বিরোধী দলের ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করেনি। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে কংগ্রেসকে অর্থনৈতিক দিক দিয়ে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করেছে।
এদিন তিনি আরও বলেন, মোদী সরকারের রাজনৈতিক বদ উদ্দ্যেশ কংগ্রেসের বৈধ ব্যাংক একাউন্ট ফ্রিজ করার প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস।