লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : এখন সমাজে এমন কোনও শ্রেণী নেই, যাঁরা নিজেদের একা অথবা পিছিয়ে পড়া মনে করে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এখন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস চেতনায় এগিয়ে চলেছে।
সোমবার লখনউতে উত্তর প্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৪-এর সময় প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবগুলির জন্য চতুর্থ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ১০ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ১৪ হাজার প্রকল্প চালু করেছেন। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আপনি (প্রধানমন্ত্রী মোদী) গত ১০ বছরে ভারতের উন্নয়নের যে মজবুত ভীত স্থাপন করেছেন, তার সঙ্গে দেশের মানুষ আত্মবিশ্বাসী যে আপনার তৃতীয় এবং চতুর্থ মেয়াদে এই উন্নয়নের ইমারত শীর্ষে পৌঁছে যাবে।” রাজনাথ সিং বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সকলের উন্নয়ন, সমর্থন, প্রচেষ্টা এবং বিশ্বাসের উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে দেশ।”