আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে গভীর জঙ্গল থেকে দুইটি বাইক উদ্ধার করেছে মধুপুর থানার পুলিশ। পাচারের জন্য দুটি বাইক চুরি করে এনে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, গোপন সংবাদের ভিতরে থানায় খবর আসে পাচার করার জন্য রাবার রবিবার মধ্যরাতে কৈয়াঢেপা সীমান্ত সংলগ্ন নোয়াবাড়ি রাবার-বাগান এলাকায় দুইটি বাইকে লুকিয়ে রাখা হয়েছে। ওই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে দুটি বাইক উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। তার মধ্যে টিআর০১ভি৯৪৯৮ নম্বরের একটি গ্লেমার বাইক ও অপরটি নম্বরবিহীন সুপার সপ্লেন্ডার বাইক রয়েছে।