রায়পুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২০ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের কাওয়ার্ধা কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওইদিন ছত্তিশগড়ের কবিরধাম জেলার মহারাজপুরে অবস্থিত নতুন কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্বোধন করবেন। এই কেন্দ্রীয় বিদ্যালয় ভবন এবং কর্মচারীদের আবাসিক ভবন সহ অন্যান্য নির্মাণ কাজের জন্য মোট খরচের পরিমাণ ২০.৫৬ কোটি টাকা। রবিবার এসংক্রান্ত তথ্য জানা গিয়েছে।
কালেক্টর জনমেজয় মহোবে কেন্দ্রীয় বিদ্যালয় ভবনের উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখেন। উদ্বোধনের আগে কালেক্টর মহোবে এবং জেলা পঞ্চায়েতের মুখ্য নির্বাহী আধিকারিক সন্দীপ আগরওয়াল নতুন কেন্দ্রীয় বিদ্যালয় ভবন পরিদর্শন করেছেন। উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এবং সাংসদ সন্তোষ পান্ডের প্রচেষ্টায় কবিরধাম জেলার কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন যৌথ ক্যাম্পাসের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।